Obscure - Jhum Brishti şarkı sözleri
Sanatçı:
Obscure
albüm: Crack Platoon
বুকের ভিতর জলের মতো ছলকে পড়ছে শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মতো
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি, হোক বৃষ্টি, হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর দৃষ্টি
হৃদয় থেকে জলের মতো ছলকে পড়ুক শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
♪
বৃষ্টি মানেই জানালাতে ডাগর দু'টি চোখ
আলতা পায়ের nail polish-এ multi-color নখ
জলের বুকে আঁকিবুঁকি ভাসছে আভিমান
মুছে দিতে চাইছে বুকে লেখা প্রিয় নাম
হোক বৃষ্টি, হোক বৃষ্টি, হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর দৃষ্টি
হৃদয় থেকে জলের মতো ছলকে পড়ুক শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
♪
হাতের আঙুল জড়িয়ে থাকে অমাবস্যার আকাশ
আঁধার, কেন অমন করে আমার দিকে তাকাস?
তোর দু'টি চোখ খুঁড়েছিল কবর আমার জন্য
মানবী নয়, তুই তো ছিলি এক বুনো অরণ্য
হোক বৃষ্টি, হোক বৃষ্টি, হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর দৃষ্টি
হৃদয় থেকে জলের মতো ছলকে পড়ুক শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
বুকের ভিতর জলের মতো ছলকে পড়ছে শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মতো
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি, হোক বৃষ্টি, হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর দৃষ্টি
হৃদয় থেকে জলের মতো ছলকে পড়ুক শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
হোক বৃষ্টি, হোক বৃষ্টি, হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর দৃষ্টি
হৃদয় থেকে জলের মতো ছলকে পড়ুক শোক
চাইছি আমি আজ এখনই ঝুম বৃষ্টি হোক
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri