Obscure - Stop Genocide şarkı sözleri
Sanatçı:
Obscure
albüm: Stop Genocide
সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
ওরাও মানুষ রাস্ট্রবিহীন নাগরিক
কড়া রোদ্দুরে পিঠ পেতে নিয়ে আমরাও
কখনো স্বাগত কখনো বলছি জঙ্গি
কিন্তু যা কিছু ঘটছে সেটা তো ঘটছে
বিপদে মানুষ মানুষেরই হয় সঙ্গী
রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে
ধর্ষিতা নারী নিপীড়িত শিশু হাঁটছে
নীরব আর্তি অধিকার দাও বাঁচবার
শিশুটির মুখ ভেসে আসে দুঃস্বপ্নে
ভেসে যাওয়া মুখ শরীর ভাসছে নিঃসাড়
আমরা মানুষ, ধমনীতে লাল রক্ত
বইছে এখনো মানবিক স্রোতে বইছে
'স্টপ জেনোসাইড' শব্দে জহির রায়হান
হুংকার দিতে এখনো এল না কই সে
একাত্তরের মতই মৃত্যুমিছিল
আবার ফিরেছে স্বাধীন দেশের বৃত্তে
স্টপ জেনোসাইড মুক্তকন্ঠে বলছি
আরাকান জুড়ে হত্যা সবই কি মিথ্যে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri