Kishore Kumar Hits

Obscure - Kemon Acho şarkı sözleri

Sanatçı: Obscure

albüm: Opekkhay Theko


একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো
চোখের নোনা জলে আজো কাঁদি একলা
তুমি ছাড়া কাটেনা যে এই বেলা
আজো বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো
দারুণ খরা মনে পাওয়া তোমায় হলোনা
এখন তুমি হয়েছো বড় অচেনা
তবুও বৃস্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে আমারে কাঁদাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো
একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar