Ritu Guha - Utol Hawa Laglo Aamar Gaaner Taroneete şarkı sözleri
Sanatçı:
Ritu Guha
albüm: DUI Kantho
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
দোলা লাগে, দোলা লাগে
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
দোলা লাগে, দোলা লাগে
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের তরণীতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
সম্মুখেতে মরণ যদি জাগে
করি নে ভয়, নেবই তারে, নেবই তারে জিতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
সম্মুখেতে মরণ যদি জাগে
করি নে ভয়, নেবই তারে, নেবই তারে জিতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
দোলা লাগে, দোলা লাগে
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri