Kishore Kumar Hits

Ritu Guha - Tumi Jeo Na Ekhuni şarkı sözleri

Sanatçı: Ritu Guha

albüm: Jayo Tabo


তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি
এখনো আছে রজনী
তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি

পথ বিজন তিমিরসঘন
পথ বিজন তিমিরসঘন
কানন কণ্টকতরুগহন
কানন কণ্টকতরুগহন, আঁধারা ধরণী
তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি

বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা
বড়ো সাধে চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন
বড়ো সাধে আজি যাব অকূলের পারে
যাব অকূলের পারে
ভাসাব প্রেমপারাবারে
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী
তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি
এখনো আছে রজনী
তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar