Ritu Guha - Aponare Diye şarkı sözleri
Sanatçı:
Ritu Guha
albüm: Jayo Tabo
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ
খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন
আনন্দনিকেতন
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ
♪
মুক্তি আজিকে নাই কোনো ধারে
আকাশ সেও যে বাঁধে কারাগারে
মুক্তি আজিকে নাই কোনো ধারে
আকাশ সেও যে বাঁধে কারাগারে
বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ
খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন
আনন্দনিকেতন
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ
♪
ঠেলে দে আড়াল, ঘুচিবে আঁধার, আপনারে ফেল দূরে
সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে
ঠেলে দে আড়াল, ঘুচিবে আঁধার, আপনারে ফেল দূরে
সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে
শূন্য করিয়া রাখ তোর বাঁশি
বাজাবার যিনি বাজাবেন আসি
শূন্য করিয়া রাখ তোর বাঁশি
বাজাবার যিনি বাজাবেন আসি
ভিক্ষা না নিবি, তখনি জানিবি
ভরা আছে তোর ধন
খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন
আনন্দনিকেতন
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri