Kishore Kumar Hits

Ritu Guha - Amar Bhanga Pother şarkı sözleri

Sanatçı: Ritu Guha

albüm: Eka Robi Thakur, Vol. 12


আমার ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন

এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এমন করে আমারে হায়
কে বা কাঁদায় সে জন ভিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন

তখন তরুণ ছিল অরুণ আলো
পথটি ছিল কুসুমকীর্ণ
বসন্ত যে রঙিন বেশে
ধরায় সে দিন অবতীর্ণ
তরুণ ছিল অরুণ আলো
পথটি ছিল কুসুমকীর্ণ
বসন্ত যে রঙিন বেশে
ধরায় সে দিন অবতীর্ণ

সে দিন খবর মিলল না যে
রইনু বসে ঘরের মাঝে
সে দিন খবর মিলল না যে
রইনু বসে ঘরের মাঝে
আজকে পথে বাহির হব
বহি আমার জীবন জীর্ণ
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar