Kishore Kumar Hits

Purba Dam - Aar Nai Re Bela şarkı sözleri

Sanatçı: Purba Dam

albüm: Naire Bela


আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে

জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে
ওরে, ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে

এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
জানি নে আর ফিরব কিনা
কার সাথে আজ হবে চিনা
জানি নে আর ফিরব কিনা
কার সাথে আজ হবে চিনা
ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে
আর নাই রে বেলা
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar