Kishore Kumar Hits

Purba Dam - E Ki Gobhiro Bani Elo şarkı sözleri

Sanatçı: Purba Dam

albüm: Naire Bela


একি, একি গভীর বাণী
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধরে
সকল আকাশ আকুল করে
একি, একি গভীর বাণী
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধরে
সকল আকাশ আকুল করে
একি-
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে
হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে
একি, একি গভীর বাণী
একি গভীর বাণী এল ঘন মেঘের
ঘন মেঘের আড়াল ধরে
সকল আকাশ আকুল করে
একি-
সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে
প্রাণেরে, প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে
কবে প্রথম প্রথম সুরে তালে
তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি
তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি
সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হরে
একি, একি গভীর বাণী
একি গভীর বাণী এল ঘন মেঘের
ঘন মেঘের আড়াল ধরে
সকল আকাশ আকুল করে
একি-

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar