Kishore Kumar Hits

Purba Dam - Har Manale Go Bhangile Obhiman şarkı sözleri

Sanatçı: Purba Dam

albüm: He Bondhu Mor


হার মানালে গো
ভাঙিলে অভিমান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান
ক্ষীণ হাতে জ্বালা
ম্লান দীপের থালা
হল খান খান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান
এবার তবে জ্বালো
আপন তারার আলো
এবার তবে জ্বালো
আপন তারার আলো
রঙিন ছায়ার এই গোধূলি
হোক অবসান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান
এসো পারের সাথি
বইল পথের হাওয়া
নিবল ঘরের বাতি
এসো পারের সাথি
বইল পথের হাওয়া
নিবল ঘরের বাতি
আজি বিজন ঘাটে
অন্ধকারের ঘাটে
আজি বিজন ঘাটে
অন্ধকারের ঘাটে
সব-হারানো নাটে
এনেছি এই গান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান হায় হায়
হার মানালে গো
ভাঙিলে অভিমান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar