Kishore Kumar Hits

Subinoy Roy - Gohono Ghono Chhailo şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Chiro Sokha, Chhero Na


গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল
কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল
কী হবে কে জানে
কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
থরহর চরাচর পলকে ঝলকিয়া
ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড়কড় বাজ
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল
কী হবে কে জানে
কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি...
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
থরহর চরাচর পলকে ঝলকিয়া
ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড়কড় বাজ
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল
কী হবে কে জানে
কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar