ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
দীনতা হতে অক্ষয়ধনে
সংশয় হতে সত্যসদনে
দীনতা হতে অক্ষয়ধনে
সংশয় হতে সত্যসদনে
জড়তা হতে নবীনজীবনে
জড়তা হতে নবীনজীবনে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
আমার ইচ্ছা হইতে, প্রভু
তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু
তব মঙ্গলকাজে
আমার ইচ্ছা হইতে, প্রভু
তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু
তব মঙ্গলকাজে
অনেক হইতে একের ডোরে
সুখদুঃখ হতে শান্তিক্রোড়ে
অনেক হইতে একের ডোরে
সুখদুঃখ হতে শান্তিক্রোড়ে
আমা হতে, নাথ, তোমাতে মোরে
আমা হতে, নাথ, তোমাতে মোরে
নূতনজনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri