Subinoy Roy - Nibhrito Praner Debota şarkı sözleri
Sanatçı:
Subinoy Roy
albüm: Amare Tumi Ashes Karechho
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
ভক্ত, সেথায় খোলো দ্বার
আজ লব তাঁর দেখা
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
♪
সারাদিন শুধু বাহিরে
ঘুরে ঘুরে কারে চাহি রে
সারাদিন শুধু বাহিরে
ঘুরে ঘুরে কারে চাহি রে
সন্ধ্যাবেলার আরতি
হয় নি আমার শেখা
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
♪
তব জীবনের আলোতে
জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে
সাজাব আমার থালি
তব জীবনের আলোতে
জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে
সাজাব আমার থালি
যেথা নিখিলের সাধনা
পূজালোক করে রচনা
যেথা নিখিলের সাধনা
পূজালোক করে রচনা
সেথায় আমিও ধরিব
একটি জ্যোতির রেখা
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
ভক্ত, সেথায় খোলো দ্বার
আজ লব তাঁর দেখা
নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri