Subinoy Roy - Ami Hey Tomari Kripay şarkı sözleri
Sanatçı:
Subinoy Roy
albüm: Gaao Hey Taharo Naam
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন
না জানি ভজন, না জানি সাধন, ভক্তিহীন পাপেতে মরি
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন
♪
তোমার করুণা কারেও ছাড়ে না, পাপীর প্রতি নহে উদাসীন
তোমার করুণা কারেও ছাড়ে না, পাপীর প্রতি নহে উদাসীন
তাই চিদাকাশে আশা আর বিশ্বাসে উদয় করে দাও হে শুভদিন
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন
♪
তোমার কৃপায় লভিয়ে নয়ন দেখিব হে প্রভু তব প্রেমানন
তোমার কৃপায় লভিয়ে নয়ন দেখিব হে প্রভু তব প্রেমানন
মধুর বচন করিয়ে শ্রবণ সুখে দুঃখে রব আজ্ঞাধীন
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন
♪
তোমা বীনা বল কে আছে সম্বল, কে ঘুচাতে পারে নয়নের জল?
তোমা বীনা বল কে আছে সম্বল, কে ঘুচাতে পারে নয়নের জল?
আছি শোক সয়ে তোমার লাগিয়ে হয়ে অকিঞ্চন দীনহীন
আমি হে তোমারি কৃপার ভিখারি থাকিতে চাই হরি চিরদিন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri