Kishore Kumar Hits

Subinoy Roy - Ananta Apaar Tomay Ke Jane şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Gaao Hey Taharo Naam


অনন্ত অপার তোমায় কে জানে
অনন্ত অপার তোমায় কে জানে
তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে
অনন্ত অপার তোমায় কে জানে

বাক্যমনাতীত তুমি অনাদি
সম্ভব প্রলয় পালন বিধি
বাক্যমনাতীত তুমি অনাদি
সম্ভব প্রলয় পালন বিধি
প্রাণরুপী ব্রহ্ম আছ প্রাণে
প্রাণরুপী ব্রহ্ম আছ প্রাণে
অনন্ত অপার তোমায় কে জানে

অজেয় অমর চিন্ময় সুন্দর
নিত্যনিরঞ্জন ফাগুন হে
অজেয় অমর চিন্ময় সুন্দর
নিত্য নিরঞ্জন ফাগুন হে
অরুপ অব্যয় এক অদ্বিতীয়
দিব্য-জ্যোতিধর অমৃত-আকর
অরুপ অব্যয় এক অদ্বিতীয়
দিব্য-জ্যোতিধর অমৃত-আকর
তোমারি তুলনা তুমি প্রভু হে
তোমারি তুলনা তুমি প্রভু হে
অনন্ত অপার তোমায় কে জানে
অনন্ত অপার তোমায় কে জানে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar