Kishore Kumar Hits

Subinoy Roy - Ke Uthe Daki şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Subinoy Roy 4 Pack


কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে
বিরহবিধুর পাখি
কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি

নিবিড় ছায়া গহন মায়া
পল্লবঘন নির্জন বন
নিবিড় ছায়া গহন মায়া
পল্লবঘন নির্জন বন
শান্ত পবনে কুঞ্জভবনে
কে জাগে একাকী
কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি

যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা
যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা
ঘন তমালশাখা
নিদ্রাঞ্জন-মাখা
ঘন তমালশাখা
নিদ্রাঞ্জন-মাখা
স্তিমিত তারা চেতনহারা
পাণ্ডু গগন তন্দ্রামগন
স্তিমিত তারা চেতনহারা
পাণ্ডু গগন তন্দ্রামগন
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত
নিদ্রালস-আঁখি
কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে
বিরহবিধুর পাখি
কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar