আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
কত আকুল প্রাণ আজি গাহিছে গান
চাহে তোমারি পানে আনন্দে হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
♪
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা
আঁখি পাইছে অন্ধ হে
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা
আঁখি পাইছে অন্ধ হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
♪
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, "নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে"
♪
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে
যশোগাথা কত ছন্দে হে
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে
যশোগাথা কত ছন্দে হে
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব
সুর মানব মুনি বন্দে হে
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব
সুর মানব মুনি বন্দে হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri