Kishore Kumar Hits

Subinoy Roy - Aaji Bohichhe Basantapaban şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Subinoy Roy 4 Pack


আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে
কত আকুল প্রাণ আজি গাহিছে গান
চাহে তোমারি পানে আনন্দে হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে

জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা
আঁখি পাইছে অন্ধ হে
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা
আঁখি পাইছে অন্ধ হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে

তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, "নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে"

উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে
যশোগাথা কত ছন্দে হে
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে
যশোগাথা কত ছন্দে হে
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব
সুর মানব মুনি বন্দে হে
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব
সুর মানব মুনি বন্দে হে
আজি বহিছে বসন্তপবন
সুমন্দ তোমারি সুগন্ধ হে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar