Kishore Kumar Hits

Subinoy Roy - Aaji Jato Tara Tabo Akashe şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Tomar Pujar Chhaley - Spiritual Songs Of Rabindranath Tagore


আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে
আজি যত তারা তব আকাশে

নিখিল তোমার এসেছে ছুটিয়া
মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে
তব নিকুঞ্জের মঞ্জরী যত
আমারি অঙ্গে বিকাশে
আজি যত তারা তব আকাশে

দিকে দিগন্তে যত আনন্দ
লভিয়াছে এক গভীর গন্ধ
আমার চিত্তে মিলি একত্রে
তোমার মন্দিরে উছাসে
দিকে দিগন্তে যত আনন্দ
লভিয়াছে এক গভীর গন্ধ
আমার চিত্তে মিলি একত্রে
তোমার মন্দিরে উছাসে
আজি কোনোখানে কারেও না জানি
শুনিতে না পাই আজি কারো বাণী হে
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে
বাঁশরির সুরে বিলাসে
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে
আজি যত তারা তব আকাশে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar