অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে ♪ বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে ♪ ওগো বিদেশিনী ওগো বিদেশিনী তুমি ডাকো ওরে নাম ধরে ও যে তোমারি চেনা ওগো বিদেশিনী তুমি ডাকো ওরে নাম ধরে ও যে তোমারি চেনা ওগো বিদেশিনী তোমার দেশের আকাশ ও যে জানে তোমার রাতের তারা তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া তোমার দেশের আকাশ ও যে জানে তোমার রাতের তারা তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া নাচে তোমারি কঙ্কণেরই তালে অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে