Kishore Kumar Hits

Subinoy Roy - Ebar Dukkho Amar Asim Pathar şarkı sözleri

Sanatçı: Subinoy Roy

albüm: Ebar Dukkho Amar Asim Pathar


এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল
দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল
তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল
দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল

এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা
এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা
কেন বয় পাই নি যে তার কূলকিনারা
কেন বয় পাই নি যে তার কূলকিনারা
আজ গাঁথল কে সেই অশ্রুমালা
তোমার গলার হার হল
আজ গাঁথল কে সেই অশ্রুমালা
তোমার গলার হার হল
দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল

তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল
সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল
বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী
বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী
এত দিন নীরব ছিল শরম মানি
এত দিন নীরব ছিল শরম মানি
আজ পরশ পেয়ে উঠল গেয়ে
তোমার বীণার তার হল
আজ পরশ পেয়ে উঠল গেয়ে
তোমার বীণার তার হল
দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল
দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar