প্রভু তোমা লাগি আঁখি জাগে
দেখা নাই পাই, পথ চাই
সেও মনে ভালো লাগে
প্রভু সেও মনে ভালো লাগে
প্রভু তোমা লাগি আঁখি জাগে
ধুলাতে বসিয়া দ্বারে
ভিখারি হৃদয় হা রে
ধুলাতে বসিয়া দ্বারে
ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে
কৃপা নাই পাই, শুধু চাই
সেও মনে ভালো লাগে
প্রভু সেও মনে ভালো লাগে
প্রভু তোমা লাগি আঁখি জাগে
আজি এ জগত-মাঝে
কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে
সাথী নাই পাই, তোমায় চাই
সেও মনে ভালো লাগে
প্রভু সেও মনে ভালো লাগে
চারি দিকে সুধাভরা
ব্যাকুল শ্যামল ধরা
চারি দিকে সুধাভরা
ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে
দেখা নাই পাই, ব্যথা পাই
সেও মনে ভালো লাগে
প্রভু সেও মনে ভালো লাগে
প্রভু তোমা লাগি আঁখি জাগে
দেখা নাই পাই, পথ চাই
সেও মনে ভালো লাগে
প্রভু সেও মনে ভালো লাগে
প্রভু তোমা লাগি আঁখি জাগে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri