ভুঁড়ি খালি পেটে বাতাস ঢুকে কেবল ফুলে যাচ্ছে ভুঁড়ি টাকা দিতে আ-কার ভুলে টাক দিলি মা কপালে কেমন দেবো কালেক্টারি দে মা আমায় রাজা করি ♪ পাওনাদারে-পাওনাদারে আছে যে দুনিয়া ভরি আমার পাওনাদারে-পাওনাদারে আছে যে দুনিয়া ভরি আমায় রাজা করার আগে পাঠাস তাদের যমের বাড়ি দে মা আমায় রাজা করি কাঙাল হয়ে থাকতে নারি দে মা আমায় রাজা করি ♪ খালি পেটে বাতাস ঢুকে কেবল ফুলে যাচ্ছে ভুঁড়ি খালি পেটে বাতাস ঢুকে কেবল ফুলে যাচ্ছে ভুঁড়ি টাকা দিতে আ-কার ভুলে টাক দিলি মা কপাল জুড়ি টাকা দিতে আ-কার ভুলে টাক দিলি মা কপাল জুড়ি দে মা আমায় রাজা করি কাঙাল হয়ে থাকতে নারি দে মা আমায় রাজা করি কাঙাল হয়ে থাকতে নারি দে মা আমায় রাজা করি ♪ কাল শব্দে সমন কালো কালাকালি ধরে অন্ধকার নিশি কালো, সে পরের মন্দ করে দেখো সকল বলক্ষয় নির্বল লাগলে কালোর অংশ প্রলয়কালে কালো মেয়ে সৃষ্টি করে ধ্বংস নীলকণ্ঠের কণ্ঠ কালো কালকূট বিষে রাঙা পায়ে রাঙা- কাল শব্দে সমন-