সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? বারেক শুনিলে বাঁশি মন যে হয় বনবাসী, বাঁশি সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? ♪ এত যে গুরুগঞ্জনা, তাহে প্রাণ বাঁচে না পহিয়ে জানাবো তায়ে ঘরে-পরে কী লাঞ্ছনা লোকভয় তুচ্ছ করি সদা মনোভাবে হরি গৃহ তায় পড়ি হরি আমি হেরি সেই কালো শশী, শশী, শশী সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালোবাসি? ওগো আমি সাধে কি তারে ভালো- সাধে কি তারে ভালো- সাধে কি তারে ভালোবাসি?