নিশিশেষে কালো শশী
নিশিশেষে কালো শশী কোথা হতে উদয় হলে?
নিশিশেষে কালো শশী কোথা হতে উদয় হলে?
অরুণ নয়নদুটি-
অরুণ নয়নদুটি তুমি চলে যেতে পড়ো ঢলে
নিশিশেষে কালো, কালো শশী, শশী
নিশিশেষে কা-
♪
শোনো, ওহে বনমালী
শোনো, শোনো, শোনো, ওহে বনমালী
এ কি তোমার চতুরালি!
শোনো, ওহে বনমালী
এ কি তোমার চতুরালি!
মুখে বলো ভালোবাসি, অন্তরভরা গরলে, গরলে, গরলে
নিশিশেষে কা-
কপালে সিন্দুর বিন্দু
কপালে সিন্দুর বিন্দু
আর শুকায়েছে মুখ-ইন্দু
বলো, বলো গুণসিন্ধু
কাল নিশিতে কোথায় ছিলে, ছিলে, ছিলে
নিশিশেষে কালো, কালো শশী
নিশিশেষে কালো, কালো শশী
নিশিশেষে কালো শশী কোথা হতে উদয় হলে?
নিশিশেষে কালো-
নিশিশেষে কালো শশী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri