প্রাণ, তুমি প্রেমসিন্ধু হয়ে বিন্দু দানে কৃপণ হলে প্রাণ, তুমি প্রেমসিন্ধু হয়ে ওগো প্রেম-পিপাসিত জন ওগো প্রেম-পিপাসিত জন উপায় কী দেহো বলে তুমি প্রেমসিন্ধু হয়ে বিন্দু দানে কৃপণ হলে তুমি প্রেমসিন্ধু হয়ে মহতের এই গুণ আশ্রিতে নয় নিদারুণ মহতের এই গুণ আশ্রিতে নয় নিদারুণ ওগো আমি যে আশ্রিতজন ওগো আমি যে আশ্রিতজন আমারে কেন বঞ্চিলে, বঞ্চিলে, বঞ্চিলে? তুমি প্রেমসিন্ধু-সিন্ধু হয়ে বিন্দু দানে কৃপণ হলে প্রাণ, তুমি প্রেমসিন্ধু হয়ে আর প্রেম, প্রেম-পিপাসিত জন প্রেম-পিপাসিত জন উপায় কী দেহো বলে তুমি প্রেমসিন্ধু হয়ে তুমি প্রেমসিন্ধু হয়ে