Kishore Kumar Hits

Pota - Fikir Theke şarkı sözleri

Sanatçı: Pota

albüm: Maan Sagar


ফিকির ছেড়ে হলাম ফকির
ওরে কপ্নি করলাম সার
আবার বাবার পেটে মায়ের জন্ম দুধ খাবি তুই কার
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

দিল দরিয়ার মাঝে রে ভাই একটা সর্প রয়েছে
দিল দরিয়ার মাঝে রে ভাই সর্প রয়েছে
আবার সর্পের মাথায় একটা ব্যাঙে নৃত্য করতেছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে
দিল দরিয়ার মাঝে রে ভাই একটা ডিম্ব রয়েছে
দিল দরিয়ার মাঝে রে ভাই ডিম্ব রয়েছে
আবার ডিমের ভিতর ছয়টা ছানা বসত করতেছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে

সকাল বেলা লও সম্মন্ধ দুপুর বেলাই বিয়ে
সকাল বেলা লও সম্মন্ধ দুপুর বেলাই বিয়ে
আবার সাঁঝের বেলাই বউটা এলো ছেলে কোলে নিয়ে
কলিতে পয়দা হয়েছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে
সাগরে জল নেই বাজারে মারে ঢেউ
সাগরে জল নেই বাজারে মারে ঢেউ
আবার বাবার যখন হয়নাই বিয়ে
বাপের যখন হয়নাই বিয়ে ছেলের কোলে বউ রে
কলিতে পয়দা হয়েছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে
ফিকির থেকে হলাম ফকির, কপ্নি করলাম সার
আবার বাবার পেটে মায়ের জন্ম, দুধ খাবি তুই কার
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে
বাবা কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে রে
কলিতে পয়দা হয়েছে
বাবু কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar