আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধুপারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধুপারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী বিদেশিয়া জংলা টিয়ে বলি বিদেশিয়া জংলা টিয়ে কখনো তো পোষ মানে না বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না করো না গো বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না ♪ তোমায় দেখেছি শারদপ্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধুপারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী তবু বিদেশিনী হইলে ভাবের ভাব কভু না মেলে তবু বিদেশিনী হইলে ভাবের ভাব কভু না মেলে পথের মাঝে গোল বাঁধিলে বলি পথের মাঝে গোল বাঁধিলে কারোর বশে কেউ রবে না বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না করো না গো বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না ♪ ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধুপারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী লালন বলে, "আগে ঠকলে" ফকির লালন বলে, "আগে ঠকলে পিছে কাঁদলে আর সারবে না" বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না করো না গো বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না করো না গো বিদেশিনীর সঙ্গে- আমি বারবার প্রেম করবো