Koushik Chakraborty - Basher Gorur Gari şarkı sözleri
Sanatçı:
Koushik Chakraborty
albüm: Dikshunnopur
আরে ভাইরে
আরে ও বাড়িয়াল ভাই
হরিশান গনে মেঘ জমেছে
দেখছো নি ভাই দেখছো নি?
এই তারাতারি চল
ছলবল চল
তারাতারি চল
ছলবল চল হুররা
তারাতারি হাট খুব ট্যাটা হলে
গামছা হাহনে মাথায় বাঁধ
রশ্নির সামনে গাড়ি বাঁধ
তারাতারি চল
ছলবল চল
তারাতারি চল
ছলবল চল হুররা
তারাতারি হাট খুব ট্যাটা হলে
গামছা হাহনে মাথায় বাঁধ
রশ্নির সামনে গাড়ি বাঁধ
বাঁশের গরুর গাড়ি খানা দূরদূরাইয়া যায়
বাঁশের গরুর গাড়ি খানা দূরদূরাইয়া যায়
কাঁদা মাখা চাকা দুইটা কেচর মেচর গাঁয়
কাঁদা মাখা চাকা দুইটা কেচর মেচর গাঁয়
তবু আনচান আনচান করে যে পরাণ
তবু আনচান আনচান করে যে পরাণ
আরে ভাইরে
মাঠ বরাবর পাড়ি দিমু ল্যাজে দিয়া টান
মাঠ বরাবর পাড়ি দিমু ল্যাজে দিয়া টান
গরুর মাঝে দিয়া টান
গরুর মাঝে দিয়া টান
গরুর মাঝে দিয়া টান
গরুর মাঝে দিয়া টান
কালা গরু ধলা গরু দুইটা গরু ছ্যালো
কালা গরু ধলা গরু দুইটা গরু ছ্যালো
টনটনটন গলার ঘন্টা বাজে আলোকিনো
টনটনটন গলার ঘন্টা বাজে আলোকিনো
এ দূরদূরদূর করে পদাং
দূরদূরদূর ডাকে হিয়া
এ দূরদূরদূর করে পদাং
দূরদূরদূর ডাকে হিয়া
এ ছল্বল ছল্বল জলতে চলে কাঙ্খের কলসি নিয়া
এ ছল্বল ছল্বল জলতে চলে কাঙ্খের কলসি নিয়া
তবু ছনমন ছনমন মন
তবু ছনমন ছনমন মন
আরে ভাইরে
মাঠ বরাবর পাড়ি দিমু ন্যাজে দিয়া টান
মাঠ বরাবর পাড়ি দিমু ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
কড়কড় কড়কড় ভাঙে খাড়া ঝরঝর পানি ঝরে
কড়কড় কড়কড় ভাঙে খাড়া ঝরঝর পানি ঝরে
তাই না দেইখা চ্যালার নানি বাউরে-মারে করে
তাই না দেইখা চ্যালার নানি বাউরে-মারে করে
কোন সোহাগী বলছে আমার গাড়ির নাইরে হিয়া
কোন সোহাগী বলছে আমার গাড়ির নাইরে হিয়া
গাড়ির দৌলতে আমার সাড়ে সাতখান বিয়া
গাড়ির দৌলতে আমার সাড়ে সাতখান বিয়া
তবু ছনমন ছনমন ছনমন ছনমন মন
কেন আনচান আনচান করে যে পরাণ
আরে ভাইরে
মাঠ বরাবর পাড়ি দিমু ন্যাজে দিয়া টান
মাঠ বরাবর পাড়ি দিমু ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া টান
গরুর ন্যাজে দিয়া-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri