কিছু রাত একা কাটে কিছু সময় থেমে যায় কিছু মানুষ বেঁচে থাকে তোমার অপেক্ষায় কিছু পথ গেছে বেঁকে কিছু বুক ভেঙে যায় কিছু মুখ গেছে সরে তোমার অপেক্ষায় কিছু অবকাশ গেছে ভিজে কিছু কাঁচ সরে যায় কিছু মুহূর্ত আছে পড়ে তোমার অপেক্ষায় কিছু ঘর আজও ভাঙে কিছু সুখ আজও হারায় কিছু অভিমান জমে আছে তোমার অপেক্ষায় কিছু শব্দ গেছে মুছে কিছু বয়স বেরে যায় কিছু চোখ আজও ভাবে তোমার অপেক্ষায় কিছু আলো নিভে গেছে কিছু কবিতা পথ হারায় কিছু আবেগ বেঁচে থাকে তোমার অপেক্ষায় ♪ কিছু রাত একা কাটে কিছু মানুষ বেঁচে থাকে কিছু পথ গেছে বেঁকে কিছু মুখ গেছে সরে কিছু শব্দ গেছে মুছে কিছু চোখ আজও ভাবে কিছু আলো নিভে গেছে কিছু আবেগ বেঁচে থাকে