একটা ছুটির দিন, অলস বিকেলবেলা
সকাল থেকে বৃষ্টি, মনের জানলা খোলা
চেনা চেনা এই শহরটা আজ
ভেজা রাস্তার গন্ধে আজ বড়োই অচেনা
ধোঁয়া ধোঁয়া চায়ের cup-এ ছুঁয়ে ঠোঁট
ভেজা কার্নিশে হঠাৎ বিকেল
হয়নি গান শোনা
ভিজছে আমার গানের খাতা
ভিজছে lamp-post, গাছের পাতা
ভিজছি আমি চায়ের cup-এ
আমি ভিজছি আজ একটু অন্যভাবে
এক্কা দোক্কা আমার সারাবেলা
আঁকছি বৃষ্টি কাগজের ভেলা
হারায় ঠিকানা, হারায় কবিতারা
বৃষ্টিভেজা বিকেলবেলা
বিকেলবেলা
বিকেলবেলা
বিকেলবেলা
♪
ভাবছি না কিছুই, থাকব একা
বহুদিন পর হঠাৎ হলো দেখা
জানলার কাঁচে ছবি আঁকছি আমি
শব্দেরা এলোমেলো হলে জানি দেখা হবে না
ভিজছে সময় আর বাজছে ringtone
সময় যদিও অভিমানী তাই গাওয়া হলো না
ভিজছে আমার মনের ইচ্ছে
বৃষ্টি শুধু আস্কারা দিচ্ছে
ভিজছি আমি চায়ের cup-এ
তবু ভিজছি আজ একটু অন্যভাবে
এক্কা দোক্কা আমার সারাবেলা
আঁকছি বৃষ্টি কাগজের ভেলা
হারায় ঠিকানা, হারায় কবিতারা
বৃষ্টিভেজা বিকেলবেলা
(এক্কা দোক্কা আমার সারাবেলা)
বিকেলবেলা
(আঁকছি বৃষ্টি কাগজের ভেলা)
বিকেলবেলা
(এক্কা দোক্কা আমার সারাবেলা)
বিকেলবেলা
(আঁকছি বৃষ্টি কাগজের ভেলা)
বিকেলবেলা
(এক্কা দোক্কা আমার সারাবেলা)
বিকেলবেলা
(আঁকছি বৃষ্টি কাগজের ভেলা)
(এক্কা দোক্কা, এক্কা দোক্কা)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri