এই শহরের চেনা পথঘাট ঘুমহীন জেগে সারা রাত ক্লান্ত দু'চোখ ভিজে যায় কোনো কবিতায় তবু ভিজে কাঠ আজ কান্নায় খোলা জানলায় নেমে আসে চাঁদ পায়চারি করে সারা রাত পর-ভাবনায় কেউ খবর রাখেনি কেউ খবর রাখবে না আমি ছাড়লাম আমার পোড়া এ শহর কবে ফিরবো তা নিজেও জানি না আমার শহর, আমার শহর আমার শহর, আমার শহর ♪ কিছু আবেদন আজ অভিনয় খোঁজে অজুহাত ছেড়ে মেঠো পথ চেনা মুখ তবু হারায় বড়ো রাস্তায় কেউ হেরে যায়, কেউ বেচে খায় জমা খুনসুটি বড়ো সস্তায় কেউ খুঁজে পায়, কেউ বেঁচে যায়, কেউ পস্তায় কেউ খবর রাখেনি কেউ খবর রাখবে না আমি ছাড়লাম আমার পোড়া এ শহর কবে ফিরবো তা নিজেও জানি না আমার শহর, আমার শহর আমার শহর, আমার শহর ♪ আমার শহর, আমার শহর আমার শহর (আমার শহর), আমার শহর