শহরের ছবিগুলো চোখের জলে মিশে গেছে কিছু কথার অবসরে কিছু কথা রয়ে গেছে জানলা খোলা রঙের মিছিল কিছু গল্প বলে গেছে তবু কান্না মেপে বৃষ্টি ঝেঁপে আয় তবু কিসের খেয়াল দিচ্ছে দেয়াল আজ আবার ♪ রাস্তা যখন গল্প শোনায় বেদম কান্নার কাটি রাতবিরেতে অন্য শহর ছোঁয় জিয়ন-কাঠি স্বপ্ন বোনার হিসেব নিকেশ ঘুম ভাঙালো তাই কাঁচের দেয়াল মোমের মিছিল গোটা শহরটায় তোমার দু'হাত ছুঁয়ে লেখা যত কবিতারা কিছু কথা বুঝে গেলেম, কিছু থাক তবু আনকোরা আয়না দেখে বুঝছো সে কি কিছু প্রশ্ন থেকে গেছে তবু কান্না মেপে বৃষ্টি ঝেঁপে আয় তবু কিসের খেয়াল দিচ্ছে দেয়াল আজ আবার