আমি নিয়মিত ফুল বদলাই তোমার আদরের ফুলদানীতে জানি নিমেষেই মিলবে সুফল এই ক্ষণিকের উস্কানিতেই পার হয়ে যাই হাড়কাটা গলি ভাঙা গ্লাসগুলি পড়ে থাকে ছাতে জেনো কোন সমঝোতা বাকি নেই নেই কোনো অশালীন মৌতাতে কোনো কারসাজি আর করিনা ব্যকরণগত ভুল ধরি না আমার দিন ভরে গেছে কত আলোয় শুধু খাঁখাঁ পড়ে থাকি মাঝরাতে শুধু কতবার, আর কতবার বল কতবার, আর কতবার বল ডাকব শুধু কতবার, আর কতবার বল কতবার, আর কতবার বল ডাকব যাতায়াতে হলে হয়রানি তোমাকেই আমি সমাধান বলে মানি প্রতিদিন কত ডলে পিষে আমারও কি সুখ ছিল বৃথা কুর্নিশে আমি ছাপোষা গেরস্থালী করি খাটি আট-দশ ঘন্টার রোজ কেউ কেতা মেরে শুধোয় না দাদা মরে গেলে কেউ করেনা তো খোঁজ তবু হারবোনা করব লড়াই প্রতিদিন নিঃশ্বাসে প্রশ্বাসে আমার ভিতরেতে জোর আছে যত জেনো তোমার থেকেই সব আসে ফাঁকা কাপ্তানি আর মারিনা অজুহাতের আর ধার ধারি না জানি অচিরেই ভরব উড়ান আর তুমিও উড়বে আশেপাশে আমি অচিরেই ভরব উড়ান আর তুমিও উড়বে আশেপাশে শুধু কতবার, আর কতবার বল কতবার, আর কতবার বল ডাকব। শুধু কতবার, আর কতবার বল কতবার, আর কতবার বল ডাকব। শুধু কতবার, আর কতবার বল কতবার, আর -