ন'টা পথ ন'রকম, লালচে ভিজে অজানা খোঁজে পা বাড়ায় দিক হারায়। এ ধাঁধায় তবু এবার হারা নেই এত সহজে এত ঠুনকো না যে ভেঙে যায়, নড়ে যায়। লক্ষ্য আমার হাজার হাজার বছর ধরে এ রাস্তায় ঘুরেছি আমি ঠিকানা হীন। আপেলে কামড় দেওয়ার দিন থেকে বোধহয় চোকানো শুরু আদিম ঋণ। মেশে সুখ মেশে মুখ মেশে হিসেব নিকেশ। প্রশ্ন বাঁচে তবু স্বাধীন কে আমি? কি আমি? জানবই যতক্ষণ দেহে আছে প্ৰাণ চাদরের ভেতরে পাঁজরের ফাঁপরে চলবে আমার এ অভিযান। নিজেরই আড়ালে শিকড়ে শিকড়ে খুঁজে নিতে আমার 'আমিকে। এ কোথায় এসে ঠেকল পথ । অন্ধকার এক আজব কারখানা নাকি কারাগার? ঝুলছে তালা সারসার চমকে দেখি আমারই মতো আরো কত। বন্দী ভরা কুঠুরিতে কাঁদে কেউ হাসে কেউ। কেউ দেখি আবার হিংস্র প্রাণ দিচ্ছে শান ছুড়িতে। হঠাৎ ঘুম ভেঙে আয়না দেখার মতন। চিনে ফেলল ওরা আমায়। জাকড়ে ধরল সবার একই চিৎকার যতক্ষণ দেহে আছে প্ৰাণ। চাদরের ভেতরে পাঁজরের ফাঁপরে চলবে আমার এ অভিযান। নিজেরই আড়ালে শিকড়ে শিকড়ে খুঁজে নিতে আমার 'আমিকে।