Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Khuchro - Chillstep Version by Diptendu Das şarkı sözleri

Sanatçı: Tamal Kanti Halder

albüm: Choturtho


এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়তোবা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়তোবা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরনোকে নতুন
বানিয়ে ফেলার magic-টা যদি ভুলে যাই
খুঁজে পাবি না সে চেনা crossing
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দি' জলে
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দি' জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরনোকে নতুন
বানিয়ে ফেলার magic-টা যদি ভুলে যাই
খুঁজে পাবি না সে চেনা crossing
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দি' জলে
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দি' জলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar