Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Ghumiye Paro Raat şarkı sözleri

Sanatçı: Tamal Kanti Halder

albüm: Aloye Bhaloye


নরম হাতের পাতায় ঘুমিয়ে পড়ো রাত
কাল আবার এ পথেই নতুন করে হয়ে যাবে মোলাকাত
হাজার হাজার কাঁটায় মাপা ঘড়ির মিছিল শেষ হলে
চুপি চুপি আদরে ধুইয়ে দিয়ো make-up
Coffee টেবিলে মুখোমুখি
ফেলে আসা বাঁকে দেবো উকি
ইচ্ছে মতন বাঁচার ঝকি পাবে সায়
রূপকথা কিছুটা হলেও সত্যি হয়ে যায়।
আজ থাক
ঘুমিয়ে পড়ো রাত
হুডখোলা কবিতার জীপে চড়ে একসাথে যাবো হারিয়ে
খসে পড়া তারা গুলো কড়িয়ে নিয়ে নদীর জলে দেবো
ছড়িয়ে
আদর ছুড়বে পিয়ানো
চাইবে মিষ্টি ভোর এনো
কিছু বেয়াদব প্রয়োজনও পড়বে পায়।
রূপকথা কিছুটা হলেও সত্যি হয়ে যায়।
আজ থাক
ঘুমিয়ে পড়ো রাত
গীটারে কাগজে উত্তর খুঁজে
কটা ক্লান্ত গান শেষে চোখ বোজে
দম চাপা অপদার্থতায়
এই শহরের চোখে দিয়ে ফাঁকি
ভেবেছিলাম শিখিয়ে দেবো 'বাঁচা' কি?
আজ মুখ নিচু যথার্থতায়
তবু রাত এরকমই দিয়ো আঙ্কারা
নরম ঠোঁটে ধরে রেখো সৃষ্টিছাড়া
তোমার আকাশে পাগলামির হাউই বাজি বারুদ পায়।
রূপকথা কিছুটা হলেও সত্যি হয়ে যায়।
আজ না হয় থাক
ঘুমিয়ে পড়ো রাত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar