আমি রাত বিছিয়ে রাখি ধরতে চাইছি ঘুম জড়ানো চোখ খালি হাত কিছুটা unlucky কিছুটা তলিয়ে যাওয়ার ঝোঁক সহজে ভাঙা গেলেও সব কাঁচ আয়না হয় না কিছুটা জল লেগে আছে ঠোঁটে মনের আগল খোলা জাহাজ ছোটে চেয়ে নেবো তোর কাছে farewell শেষবারের মত যা কিছু জোটে জ্যান্ত মনে হলেও সব frame আয়না হয় না আমারই জালে জড়িয়ে আমি শব্দ বোলাই রোজের ব্যাথায় শেষ না হওয়া কটা অকেজো গান মুখ লুকোয় হিসেবের খাতায় এভাবেই ফুরোবে কথা পুরনো আঁকিবুকি আবছা হবে তুলে রাখা frame-এ বাঁধা সময়। আঙুলের ফাঁকে পিছলে যাবে যে ছবি তোর আর আমার আকা আয়না হয় না