Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Aayna Hoy Na şarkı sözleri

Sanatçı: Tamal Kanti Halder

albüm: Aloye Bhaloye


আমি রাত বিছিয়ে রাখি
ধরতে চাইছি ঘুম জড়ানো চোখ
খালি হাত কিছুটা unlucky
কিছুটা তলিয়ে যাওয়ার ঝোঁক
সহজে ভাঙা গেলেও সব কাঁচ
আয়না হয় না
কিছুটা জল লেগে আছে ঠোঁটে
মনের আগল খোলা জাহাজ ছোটে
চেয়ে নেবো তোর কাছে farewell
শেষবারের মত যা কিছু জোটে
জ্যান্ত মনে হলেও সব frame
আয়না হয় না
আমারই জালে জড়িয়ে আমি
শব্দ বোলাই রোজের ব্যাথায়
শেষ না হওয়া কটা অকেজো গান
মুখ লুকোয় হিসেবের খাতায়
এভাবেই ফুরোবে কথা
পুরনো আঁকিবুকি আবছা হবে
তুলে রাখা frame-এ বাঁধা সময়।
আঙুলের ফাঁকে পিছলে যাবে
যে ছবি তোর আর আমার আকা
আয়না হয় না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar