Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Kandbi Na Aar şarkı sözleri

Sanatçı: Tamal Kanti Halder

albüm: Aloye Bhaloye


দিনবদলের গান শেষ হলে
মন খারাপের কান মলে
কথা দিলি মিছে স্বপ্নের আঁকিবুঁকি
কাটবি না আর
কাঁদবি না আর
সত্যি কুড়নো বস্তা আটকে
জীবন যতই সাজুক নাটুকে
শূন্য ধরার জাল কথা দিলি
পাতবি না আর
কাঁদবি না আর
যতই চলুক করাত এ হাড় পাঁজরে
হোস না যতই মেশিন অন্যের নজরে
চোখের জলেরা এখনো অঙ্ক না শিখে
উথলালে চেপে ধরবি সজোরে
কাঁদবি না আর, বল কাঁদবি না
কাঁদবি না আর, বল কাঁদবি না

ছেঁড়া ইচ্ছের স্তূপ জড়ো করে
সোহাগী মরীচিকার হাত ধরে
যেতে দেবো না বলে বারে বারে
সাধবি না আর
কাঁদবি না আর
এর চেয়ে বরং তুলে রাখি ব্যথা
অল্প রসদ জীবনে অযথা
বিরহ কাতর ন্যাকা ন্যাকা গান
বাঁধবি না আর
কাঁদবি না আর
যতই চলুক করাত এ হাড় পাঁজরে
হোস না যতই মেশিন অন্যের নজরে
চোখের জলেরা এখনো অঙ্ক না শিখে
উথলালে চেপে ধরবি সজোরে
কাঁদবি না আর, বল কাঁদবি না
কাঁদবি না আর, বল কাঁদবি না
কাঁদবি না আর, বল কাঁদবি না
কাঁদবি না আর, বল কাঁদবি না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar