Kishore Kumar Hits

Tamal Kanti Halder - Friends Always şarkı sözleri

Sanatçı: Tamal Kanti Halder

albüm: Aloye Bhaloye


কতগুলো রাত একসাথে জাগলে
রূপকথা টাও সত্যি হয়
জানা নেই তবু অনায়াসে রাত কাবার ।
খাল বিল ডোবা পোড়ো বাড়ি মাঠ ঘাট
সবই আমাদের tressure island
কানাকড়ি না পেলেও কিছু নেই ভাবার
চুপিচুপি চিলছাদে cigerette-এ ছোট counter
Text book ওল্টালে বড়দের বই এন্টার
বাবা মার বকাঝকা মন খারাপের বিকেলে
হুশ করে উড়ে যেত বন্ধুরা যেই সব এক হতাম।
আমরা কজন one life one soul বন্ধুত্বের দোহাই
কিছু right কিছু wrong তবু bonding strong পাশাপাশি গোটা রাস্তায়
We are friends always
1st time কাঁচা দাড়ি কামানোর পর
হাসাহাসি আর leg pulling
অভিমানে তারপর ঠোঁট ফোলানো
বীরবক্ষে school cut, cinema
তবু ভয় পাছে guardian call
কেউ চেনা দেখলেই ছুটে পালানো
Coaching-এর মেয়েটাকে মন কত কি বলতে চায়
তোতলাতে থাকি আর সবাই সাহস জোগায় ।
1st break-up এর সেই একবুক চাপা কান্না
হাসি হয়ে উড়ে যেত বন্ধুরা যেই সব এক হতাম।
আমরা কজন one life one soul বন্ধুত্বের দোহাই
কিছু ঠিক কিছু ভুল আড়ি ভাবে মশগুল পাশাপাশি গোটা রাস্তায়
We are friends always
পেরিয়েছি অনেকটা পথ আজ ক্লিশে দিন যাপন
মাঝে মাঝে অবাক করে আমি নিজের কতটা আপন?
আর না জানি কত ছোট ছোট স্মৃতি এরকম
ভিড় করে আসে বেপরোয়া যখন তখন
ঠোঁটের কোনে রেখে যায় এক চিলতে হাসি ।
Different trackএ ছুটে ক্লান্ত তোদের খুব miss করি
আমরা কজন one life one soul বন্ধুত্বের দোহাই
কিছু right কিছু wrong তবু bonding strong পাশাপাশি গোটা রাস্তায়
We are friends always
আমরা কজন one life one soul বন্ধুত্বের দোহাই
কিছু ঠিক কিছু ভুল আড়ি ভাবে মশগুল পাশাপাশি গোটা রাস্তায়
We are friends always

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar