Kishore Kumar Hits

Eeshaan - Shishura Prithibi Chai şarkı sözleri

Sanatçı: Eeshaan

albüm: Sankraman


শরীরে নীলশিরার সংক্রমণ
প্রাত্যহিক জীবনের নির্বাসন
চাই কামান চাই, চাই ফুলের তোড়া
সমাজের সঙ্গে যৌনতার সমঝোতা
শরীরে নীলশিরার সংক্রমণ
প্রাত্যহিক জীবনের নির্বাসন
চাই কামান চাই, চাই ফুলের তোড়া
সমাজের সঙ্গে যৌনতার সমঝোতা

সদ্যজাত শিশুরা চায়, চায় সে মাতৃক্রোড়
দুগ্ধপানের স্বাদ সে পায়নি, সে পেয়েছে অন্ধ মোড়
এখনও সকাল বদলায় রং, রঙিন হয় রাত্রিবেলায়
ভিড় জমে আছে ওই গলির ভেতর, সবাই সেই মৃত্যুমেলায়
শিশুরা পৃথিবী চায়
শিশুরা পৃথিবী চায়
শিশুরা পৃথিবী চায়

তখনও ছিলনা ক্ষমতা আমার
প্রতিবাদ ও প্রতিঘাতের
তাই বন্ধু হও তোমরা সবাই আমাদের
এই লড়াই আমাদের একসাথের
তখনও ছিলনা ক্ষমতা আমার
প্রতিবাদ ও প্রতিঘাতের
তাই বন্ধু হও তোমরা সবাই আমাদের
এই লড়াই আমাদের একসাথের

সদ্যজাত শিশুরা চায়, চায় সে মাতৃক্রোড়
দুগ্ধপানের স্বাদ সে পায়নি, সে পেয়েছে অন্ধ মোড়
এখনও সকাল বদলায় রং, রঙিন হয় রাত্রিবেলায়
ভিড় জমে আছে ওই গলির ভেতর, সবাই সেই মৃত্যুমেলায়
শিশুরা পৃথিবী চায়
শিশুরা পৃথিবী চায়
শিশুরা পৃথিবী চায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar