Eeshaan - Bisakto Chumbon şarkı sözleri
Sanatçı:
Eeshaan
albüm: Sankraman
Tempo 98 degree Fahrenheit
Loading
♪
কারো কাছে ভালোবাসা এলোমেলো হাসি
কারো কাছে ভালোবাসা বসে থাকা পাশাপাশি
প্রেম খোঁজে অকারণ উত্তাপ
কারো প্রেম মানে বিরহ, বিধাতার অভিশাপ
কারো কাছে ভালোবাসা এলোমেলো হাসি
কারো কাছে ভালোবাসা বসে থাকা পাশাপাশি
প্রেম খোঁজে অকারণ উত্তাপ
কারো প্রেম মানে বিরহ, বিধাতার অভিশাপ
প্রেম, প্রেম সংশয় অনুভূতি হারাবার
কারো প্রেম অধিকার ভালোবাসা জানাবার
প্রে-প্রেম দু'ভাগ করা কুড়িয়ে বেড়ানো সুখ
কারো প্রেম খুশি করা আগুন গর্ব বুক
আজ আমি, কাল তুমি, অসময়ের হাতছানি
হারিয়ে সব, কিছু পাওয়ার আশায়
বিষাক্ত চুম্বন দাও কপালে
♪
আজ আমি, কাল তুমি, অসময়ের হাতছানি
হারিয়ে সব, কিছু পাওয়ার আশায়
বিষাক্ত চুম্বন দাও কপালে
♪
কারো কাছে ভালোবাসা এলোমেলো হাসি
কারো কাছে ভালোবাসা বসে থাকা পাশাপাশি
প্রেম, প্রেম খোঁজে অকারণ উত্তাপ
কারো প্রেম মানে বিরহ, বিধাতার অভিশাপ
প্রেম, প্রেম সংশয় অনুভূতি হারাবার
প্রেম অধিকার ভালোবাসা জানাবার
প্রেম, প্রেম দু'ভাগ করা কুড়িয়ে বেড়ানো সুখ
কারো প্রেম খুশি করা আগুন গর্ব বুক
আগুন গর্ব বুক, আগুন গর্ব বুক, আগুন গর্ব বুক
♪
কেউ কেউ ভালোবাসে অন্যের ভালোবাসা
কারো প্রেম দিগন্তে মেঘ সারা রাত জাগা
মনে ঢেউ ওঠা পড়া নয়নের জল
প্রেম কালবৈশাখী মুক্তিপনের ছল
কেউ কেউ ভালোবাসে অন্যের ভালোবাসা
কারো প্রেম দিগন্তে মেঘ সারা রাত জাগা
মনে ঢেউ ওঠা পড়া নয়নের জল
প্রেম কালবৈশাখী মুক্তিপনের ছল
প্রেম সংশয় অনুভূতি হারাবার
কারো প্রেম অধিকার ভালোবাসা জানাবার
প্রে-প্রেম দু'ভাগ করা কুড়িয়ে বেড়ানো সুখ
কারো প্রেম খুশি করা আগুন গর্ব বুক
আজ আমি, কাল তুমি, অসময়ের হাতছানি
হারিয়ে সব, কিছু পাওয়ার আশায়
বিষাক্ত চুম্বন দাও কপালে
♪
আজ আমি, কাল তুমি, অসময়ের হাতছানি
হারিয়ে সব, কিছু পাওয়ার আশায়
বিষাক্ত চুম্বন দাও কপালে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri