সোনালী সকাল রোদ্দুর সাথে আছিস তুই, বেশ তো মনে আজ প্রজাপতির ঝাঁক উড়ছে যে শুধুই, বেশ তো শিউলি ফুল, জল নুপুর ভালোবাসার স্রোতে হারাবো দু'কূল বেশ তো, বেশ তো ♪ কত কথা গুছিয়ে রেখেছি মনে তোকে পেলে বলে দেবো মন খুলে কথাগুলো আজ ওড়াবো হাওয়ায় তুই শুনবি, আমি দেখবো বেশ তো, বেশ তো সোনালী সকাল রোদ্দুর সাথে আছিস তুই বেশ তো, বেশ তো ♪ আজ মন নিষেধের ডানা মেলে তোকে সাথে নিয়ে যাবে রসাতলে তোর আগুনে আজ পোড়াব আমায় ভালোবাসি আজ খুলে বলবো বেশ তো, বেশ তো সোনালী সকাল রোদ্দুর সাথে আছিস তুই, বেশ তো মনে আজ প্রজাপতির ঝাঁক উড়ছে যে শুধুই বেশ তো, বেশ তো হুম হুম হা হা হু হু... বেশ তো লা লা হুম হুম রা রা রা... বেশ তো, বেশ তো বেশ তো, বেশ তো