Kishore Kumar Hits

Samadipta Mukherjee - Ekhono Sei Brindabone şarkı sözleri

Sanatçı: Samadipta Mukherjee

albüm: Ekhono Sei Brindabone (From "Ghore Pherar Gaan") - Single


এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
কালার বাঁশি শুনে বনে বনে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

আজও সেই ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
আজও সেই ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
গাঁথিয়া বনফুল মালা
গাঁথিয়া বনফুল মালা বনমাঝে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে
কালার বাঁশি শুনে বনে বনে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar