সোমবার সকালে ঢেউ তোলা আলে
অদৃশ্য আমি হাঁটি, ধুলো সারা পায়
রাস্তা অচেনা, future অজানা
মঙ্গলবারে আমার মনগড়া খেলায়
♪
সোমবার সকালে ঢেউ তোলা আলে
অদৃশ্য আমি হাঁটি, ধুলো সারা পায়
রাস্তা অচেনা, future অজানা
মঙ্গলবারে আমার মনগড়া খেলায়
সুনশান কুয়াশাতে সাইকেল রিক্সা যায়
আমি এরম থাকি হামেশাই
ও, hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
♪
বুধবার দুপুরে স্বপ্নেরা ওড়ে
চারকোণা ceiling-এ মেঘেরা ছড়ায়
Balcony ধারে মানুষের ভিড়ে
কন্যার আঁখি প্রায়শই দেখা যায়
♪
বুধবার দুপুরে স্বপ্নেরা ওড়ে
চারকোণা ceiling-এ মেঘেরা ছড়ায়
Balcony ধারে মানুষের ভিড়ে
কন্যার আঁখি প্রায়শই দেখা যায়
বৃহস্পতিবারে বারে বারে যে হারাই
আমি এমন হারাই হামেশাই
ও, hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
♪
নিশ্চিহ্নপুরে, শুক্কুর বারে
যাও ভেসে যাও আমার ময়ূরপঙ্খী নাও
সোনালী খাঁচায়, কে আমায় বাঁচায়
শনিবারের নেশা আমারে ডোবাও
♪
নিশ্চিহ্নপুরে, শুক্কুর বারে
যাও ভেসে যাও আমার ময়ূরপঙ্খী নাও
সোনালী খাঁচায়, কে আমায় বাঁচায়
শনিবারের নেশা আমারে ডোবাও
রবিবারে আমি সেই কুয়াশায়
ভালোবাসা দূরাশা ভাসা ভাসা রয়ে যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Hallucination, hallucination
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
ঈশান কোণে ভোরের আলো দেখা যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri