Kishore Kumar Hits

Surojit Chatterjee - Calling Bell-er Shobdo şarkı sözleri

Sanatçı: Surojit Chatterjee

albüm: Calling Bell-Er Shobdo


চুপচাপ মনমরা চায়ের কাপ
অধরা করে আগে-পিছু কেন সবকিছু
চুপচাপ মনমরা চায়ের কাপ
অধরা করে আগে-পিছু কেন সবকিছু
রয়েছে হয়ে এলোমেলো
রয়েছে হয়ে এলোমেলো
বালিশ-চাদর, ঘুমের আদর
বালিশ-চাদর, ঘুমের আদর
হলো যেন আজ অগোছালো
অচেনা ভয়ের জ্বালা সয়ে
তুমি-আমি, সকলেই জব্দ
আমি কত দিন, কত দিন, কত দিন
শুনিনি তো calling bell-এর শব্দ
আমার calling bell-এর শব্দ
আমি কত দিন, কত দিন, কত দিন
শুনিনি তো calling bell-এর শব্দ
ও আমার calling bell-এর শব্দ

অঝোরে ঝরছে বৃষ্টি
দেখি চারিদিকে শুধু অনাসৃষ্টি
অঝোরে ঝরছে বৃষ্টি
দেখি চারিদিকে শুধু অনাসৃষ্টি
একা বসে খালি, ঘরে ধুলোবালি
লাগে না কিছুই যে ভালো
ঝড়ে current গেল, পাড়া নিঝুম হলো
ঝড়ে current গেল, পাড়া নিঝুম হলো
আমি আর আমার এই মোমের আলো

সেই সে ভয়ে ক্ষয়ে ক্ষয়ে
তুমি-আমি, সকলে আবদ্ধ
আমি কত দিন, কত দিন, কত দিন
শুনিনি তো calling bell-এর শব্দ
আমার calling bell-এর শব্দ
আমি কত দিন, কত দিন, কত দিন
শুনিনি তো calling bell-এর শব্দ
ও আমার calling bell-এর শব্দ
আমার calling bell-এর শব্দ
আমার calling bell-এর শব্দ
ও আমারcalling bell-এর শব্দ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar