এক এক দিন, এক এক রাত স্বপ্নে যায় উড়ে নগরের যন্তরে এক এক মাস, এক এক যুগ যায় রে যায় চলে সময়ের মন্তরে সাগর কূলে ঢেউয়ের পর ঢেউ জোয়ার ভাটায় যায় ভেসে কেউ তারই মধ্যে অল্পস্বল্প প্রেম বিরহের নানান গল্প বন্দোবস্ত আছে সব এই বন্দরে উড়ে যাও এলবাট্রস, উড়ে যাও উড়ে যাও যত দূরে পারো উড়ে যাও এলবাট্রস, উড়ে যাও উড়ে যাও যত দূরে পারো ♪ অনিশ্চিত বিশ্বের দৃশ্য সব্বাই জানে ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে হাজার স্বপ্ন সত্যি আসে, যায় আসে শহরের চারকোণে ঝাঁকে ঝাঁকে মেঘের ফাঁকে ভোরের আলো ছবি আঁকে সুখ দুখের অন্তর খোলা রোজ কাগজ কলম কার কিসের খোঁজ ঝাপসা আলোয় মন থাকে কেন আনমনে উড়ে যাও এলবাট্রস, উড়ে যাও উড়ে যাও যত দূরে পারো উড়ে যাও এলবাট্রস, উড়ে যাও উড়ে যাও যত দূরে পারো ♪ দূরে যাও এলবাট্রস, দূরে যাও দূরে যাও যত দূরে পারো উড়ে যাও এলবাট্রস, উড়ে যাও উড়ে যাও যত দূরে পারো উড়ে যাও এলবাট্রস