Surojit Chatterjee - Adheko Ghume Nayono Chume şarkı sözleri
Sanatçı:
Surojit Chatterjee
albüm: Adheko Ghume Nayono Chume
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
♪
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু
বেণুর পাতা মিশায় গাঁথা নীরব ভাবনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
♪
মেঘের খেলা গগণতটে অলস লিপি-লিখা
সুদূর কোন স্মরণপটে জাগিল মরিচীকা
জাগিল মরিচীকা
মেঘের খেলা গগণতটে অলস লিপি লিখা
সুদূর কোন স্মরণপটে জাগিল মরিচীকা
জাগিল মরিচীকা
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri