Kishore Kumar Hits

Surojit Chatterjee - Tomar Amar Kobita şarkı sözleri

Sanatçı: Surojit Chatterjee

albüm: Tomar Amar Kobita


আঁকিবুঁকি আনমনে হৃদয়ের কথা জানে
মেঘছোঁয়া স্বাধীনতা, রোদমাখা ভালোবাসা
আঁকিবুঁকি আনমনে

তোমার আমার কবিতা তাই
কখন যেন গান হয়ে যায়
তোমার আমার কবিতা তাই
কখন যেন গান হয়ে যায়
আঁকিবুঁকি আনমনে হৃদয়ের কথা জানে
আঁকিবুঁকি আনমনে

কতশত ভোর আগে রাত যেদিন জাগে
কতশত ভোর আগে রাত যেদিন জাগে
ঝিরিঝিরি ইচ্ছেরা, মন দেওয়া দৃশ্যেরা
ঝিরিঝিরি ইচ্ছেরা, মন দেওয়া দৃশ্যেরা
তোমার আমার কবিতা
কখন যেন গান হয়ে যায়
তোমার আমার কবিতা

শহুরে আলপথে অজানা একান্তে
শহুরে আলপথে অজানা একান্তে
রংতুলি ধোঁয়া ধোঁয়া, আঙুলে আঙুল ছোঁয়া
রংতুলি ধোঁয়া ধোঁয়া, আঙুলে আঙুল ছোঁয়া
বেদখল হলো মন ঘরছাড়া কেমন
বেদখল হলো মন ঘরছাড়া কেমন
নীল আকাশ আলপনা একটুও অল্প না
নীল আকাশ আলপনা একটুও অল্প না
তোমার আমার কবিতা তাই
নতুন কোনো গান হয়ে যায়
তোমার আমার কবিতা তাই
নতুন কোনো গান হয়ে রায়
তোমার আমার কবিতা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar