Fakira - Itorpona şarkı sözleri
Sanatçı:
Fakira
albüm: Itorpona
মন তুই করিলি একি ইতরপনা
ও মন তুই করিলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
এ দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
মন তুই করিলি একি ইতরপনা
ও মন তুই করিলি একি ইতরপনা
♪
সত্য কাজে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি
সত্য কাজে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি
তোরে বলি নিরবধি বাঁধ মানে না
ওরে মন তোরে বলি নিরবধি বাঁধ মানে না
মন তুই করিলি একি ইতরপনা
ও মন তুই করিলি একি ইতরপনা
♪
পাপের ধন তোর খেলো সর্পে
দেখলি না মন খালি চোখে
পাপের ধন তোর খেলো সর্পে
দেখলি না মন খালি চোখে
লালন কয় হিসাবের তর্কেই
যাবে রে জানা
ফকির লালন কয় হিসাবের তর্কেই
যাবে রে জানা
মন তুই করিলি একি ইতরপনা
ও মন তুই করিলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
এ দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
মন তুই করিলি একি ইতরপনা
ও মন তুই করিলি একি ইতরপনা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri