ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
♪
ভ্যাদা মাছে কাদা খায়
পুঁটি মাছের পরান যায়
ভ্যাদা মাছে কাদা খায়
পুঁটি মাছের পরান যায়
ভ্যাদা মাছে কাদা খায়
পুঁটি মাছের পরান যায়
আবার বৃষ্টি হলে কই মাছটা
চলে ডাঙা দিয়া রে
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ-
♪
গুরু বলে, "মিথ্যে নয়
চ্যাং ধরেছি গোটা ছয়"
গুরু বলে, "মিথ্যে নয়
চ্যাং ধরেছি গোটা ছয়
আমি ঝোল খাইবো
দুইটা বেগুন দিয়া রে"
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
ট্যাংরা তবু কাটন যায়
মাগুর মাছে ক্যাটক্যাটায়
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও দরদী, কী মাছ ধরেছো বড়শি দিয়া?
কী মাছ ধরেছো বড়শি দিয়া?
ও গুরুজী, কী মাছ-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri